উদ্ভিদ। জীবজন্তু। সর্বশেষ সংযোজন মানুষ। এরপর মানুষ ক্রমশ উন্নত থেকে উন্নততর হয়েছে। আগুন জ্বালাতে শিখেছে। চাকার ব্যবহার শিখেছে। শিল্পবিপ্লব ঘটিয়েছে। পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে তার সাফল্যের নিশান। কিন্তু মানুষ যত উন্নতির শিখর স্পর্শ করেছে, তত সে অস্বীকার করেছে নিজের সৃষ্টির রহস্যকে। সে অরণ্য ধ্বংস করেছে। পিপাসার জলকে করেছে কলুষিত। তার নিশ্বাসের বায়ুকে গ্ৰাস করেছে নগরসভ্যতার কালো ধোঁয়া। তার পৃথিবীকে ঢেকে দিয়েছে প্লাস্টিকের মোড়ক। মানুষেরই হাতে তৈরী এক “অনন্য” আবিষ্কার। এইভাবে প্রতিদিন প্রতিমুহূর্তে সে পৃথিবীকে পদদলিত করেছে, অপমান করেছে, অবহেলা করেছে নিজের শিকড়কে। তার সর্বগ্ৰাসী ক্ষুধায় ক্রমশ বেড়েছে পৃথিবীর উষ্ণতা।মেরু অঞ্চলের বরফ গলেছে। ম্যানগ্ৰোভ অরণ্য ধ্বংস হয়েছে। সমুদ্রের জলস্তর বেড়েছে। প্রতিবছর একের পর বিধ্বংসী সাইক্লোন আছড়ে পড়েছে। যার মাশুল গুনতে হচ্ছে সুন্দরবনের মত উপকূলবর্তী এলাকার মানুষদের। তারা ঘরছাড়া হয়েছে বারংবার। চাষের জমি হয়েছে বন্ধ্যা। পিপাসার জল হয়েছে লবনাক্ত। পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে বহু প্রাণ। এই কঠিন সময়ে দাঁড়িয়ে বিশ্ব পরিবেশ দিবস আমাদের পৃথিবীর প্রতি দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে দেয়। পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি উদ্ভিদ, প্রতিটি প্রাণীর যে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে বিশ্ব পরিবেশ দিবস সেই অধিকের কথাই বলে। এ বছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনের কুমিরমারীতে বুধবারের বাজার এলাকায় প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকজাত অন্যান্য বর্জ্য পদার্থ সংগ্ৰহ করা হয়। এই কাজে অংশগ্রহণ করেন Nature Environment & Wildlife Society (NEWS) এর ফিল্ডকর্মীরা। তারা প্লাস্টিকজাত বর্জ্য পদার্থগুলি সংগ্ৰহ করে একটি নির্দিষ্ট জায়গায় জমা করেন। এই বর্জ্য পদার্থগুলিকে সংগ্ৰহ করে এই দ্বীপ থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তারা চম্পাহাটি দিশা ওয়েলফেয়ার সংস্থার সঙ্গে কথাবার্তাও বলেন। যশ সাইক্লোনের প্রবল ধ্বংসলীলার চিহ্ন এখনও ছড়িয়ে রয়েছে চারিদিকে। ভেঙে যাওয়া বাঁধ, ধসে পড়া মাটির বাড়ি এখনও সেই ভয়াবহ দিনের স্মৃতিকে দগদগে করে রেখেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে নতুন সৃষ্টির অঙ্গীকার। (Millions of years ago, our Earth came into its existence in the form of a fiery furnace. It then started cooling down. After a long time, life was created on the earth. Life first expressed its origin through plants, evolving animals thereafter. Human being is the latest species in this journey of life. Since then human has been gradually civilized. He discovered fire, learned to use wheels and so on, which resulted in the Industrial Revolution. The flag of his success began spreading all over the world. But as much as man has reached the pinnacle of progress, he has denied the root of his creation. His venture caused destroying the forests, polluting the water. The black smoke of urban civilization started poisoning the air which he breathes. His wraps his world with one of his “unique” invention, Plastic. Thus, in every moment of his walk, he has assaulted the earth ignoring his root. His appalling environment destruction has resulted in Global warming causing the melting of ice. Sea level has been rising. Mangrove forests have been destroyed. Devastating cyclones are striking one after another regularly. The people of coastal areas like the Sundarbans are paying the price. They are becoming homeless repeatedly. Cultivable lands are being salinized. The fresh water is being turned to salty. Many lives are being wiped out untimely. Being placed amid this overwhelming crisis, #World Environment Day reminds us of our commitment to a living earth. World Environment Day advocates us to feel that every plant and animal born on earth, has the right to live on earth in a clean and green environment. On #World Environment Day , the June 5th of this year, plastic bottles and other plastic waste were collected at the Kumirmari in the #Sundarban . Field workers from Nature Environment & Wildlife Society (NEWS) participated in this endeavour. They had collected plastic waste and stored it in a designated place. They sought help from the “Champahati Disha Welfare Agency” for removing these wastes from the island. Remnants of the devastating cyclone ‘Yaas’ are still witnessed across the island. The broken embankments, the collapsed mud house still haunts the memory of those horrible days. Standing in this situation, the celebration of World Environment Day signifies a lot. Destruction cannot stop life. It continues facing all adversities. #WorldEnvironmentDay #Sundarban #plasticfreechallenge #plasticfree