প্রথমে “বুলবুল”, তারপর “আমফান”,আর শেষে “যশ“-এর জলোচ্ছ্বাস! নারায়নতলা গ্ৰামের ষষ্ঠী পইরা ও প্রভাস নস্কর আর স্থির র থাকতে পারেননি। ২৭শে এবং ২৮শে মে ২০২১ নিউজের ম্যানগ্ৰোভ স্টুয়ার্ড প্রভাসদা ও ষষ্ঠীদা আরও কিছু গ্ৰামবাসীকে সঙ্গে নিয়ে সারারাত নদীবাঁধ পাহারা দেন এবং প্রয়োজনীয় জায়গাগুলি মেরামতও করেন। এত পরিশ্রমের পরেও নদীবাঁধ উপচে গ্ৰামে জল ঢোকে। প্রভাস নস্করের মাটির বাড়ি ভেঙে পড়ে; পুকুরের মাছ ভেসে যায়। চাষের জমিতে নোনা জল ঢুকে যায়। ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত…..! তারপরেও জারি থাকে প্রভাসদা ও ষষ্ঠীদার বেঁচে থাকার লড়াই। দীর্ঘদিন ধরে নিউজের সাথে কাজ করার সুবাদে তাঁরা ম্যানগ্ৰোভের গুরুত্ব খুব ভালো করেই বোঝেন। কিন্তু, কিছু মানুষ কোনোভাবেই গাছকাটা বন্ধ করতে রাজি নন। তাঁদের বক্তব্য,” গাছ না কাটলে গরু ছাগল কী খাবে? তোমরা গাছ লাগালে আমরা গাছ কাটবো। যদি আমরা গাছ না কাটি, তাহলে তোমাদের তো আর কোনও কাজই থাকবে না।” অরণ্য রক্ষা করতে নেমে এইধরণের নানা কটূক্তি হজম করতে হয় প্রভাসদা, ষষ্ঠীদাদের।স্টুয়ার্ডরা যে বিনা পারিশ্রমিকে এই কাজ করেন সে কথা কেউ বিশ্বাস করতে রাজী নন। পরিবেশবিদ এবং আবহাওয়াবিদরা গ্ৰামবাসীদের সুন্দরবনের ভবিষ্যৎ বোঝানোর চেষ্টা করেছেন বারংবার। সামুদ্রিক জলস্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে নদীর চর ও বাঁধেরও উচ্চতা বৃদ্ধি হওয়া প্রয়োজন। ম্যানগ্ৰোভ প্রাকৃতিক ভাবে নদীচরের উচ্চতা বৃদ্ধি করে, শ্বাসমূলের সাহায্যে পলিমাটিকে আঁকড়ে ধরে রাখে। ম্যানগ্ৰোভ উদ্ভিদ ও তার মূল জোয়ারের ঢেউ বা স্রোতের গতিকে প্রতিহত করে। ফলে নদীবাঁধ সুরক্ষিত থাকে। বাঁধের অপর পাড়ে মানুষেরা খানিকটা স্বস্তিতে জীবনযাপন করতে পারেন। কিন্তু যেসব নদীচরে ম্যানগ্ৰোভ নেই সেখানে ? আশার কথা হল “যশ“এর প্রবল জলোচ্ছ্বাসের পরে বেশ কিছু মানুষ প্রভাসদা ও ষষ্ঠীদার ডাকে সাড়া দিয়েছেন। নার্সারিতে তৈরী করা চারাগুলি তাঁরা বিনাপারিশ্রমিকে তাঁদের গ্ৰামসংলগ্ন নদীচরে রোপন করবেন ও রক্ষা করবেন বলে স্থির করেছেন। তাদের উদ্যোগে নারায়নতলা গ্ৰামসংলগ্ন নদীচরে ম্যানগ্ৰোভের চারা রোপণ করা হয়েছে। ২২জন মহিলা এবং ৪জন পুরুষ এই কাজে হাত লাগিয়েছেন। মোট চারদিন ধরে তাঁরা নদীচরে এই চারা রোপণ করবেন বলে জানিয়েছেন। (After facing the wreck of “ Bulbul”, and “Amphan” , and finally, the tidal surge of “Yaas”, Sasthi Paira and Prabhash Naskar of Narayantala village could not but act. On the 27th and 28th of May 2021, Prabhash and Sasthtida ,mangrove stewards of NEWS, along with few villagers guarded the river bank and repaired the cracks. Despite of their all efforts,the river overflowed. It damaged the mud house of Pravash Naskar, flooded his pond and salinized his cultivable land. He was left with uncertain future. Still, Prabhash and Sashtida’s fight for survival continues. Being associated with #NEWS for a long time, they are quite aware of the significance of mangroves. But some people are not interested to stop cutting #mangroves. They urge “what will cows and goats eat if we don’t cut the mangroves?”. They taunt “ you will plant trees, we we will cut them down. If we don’t cut down trees, you won’t have any work to do”. They have to bear with these sweeping remarks while engaging to protect the forest. Every one declines to believe that the stewards render free service. Time and again the environmentalists and meteorologists have tried to explain the future of the Sundarbans to the villagers. Sea level rise necessitates the increase in height of river banks . And the height of the riverbanks is naturally increased by the mangroves as they facilitate to hold the silt compactly with the help of their roots. Trees and their roots buffer the speed of the tidal waves or currents in order to protect the embankment. People on the other side of the embankment get relieved with more safety. But what about the rivers where there are no mangroves on the banks? It raises hope that witnessing the consequence of “Yaas”, some people have responded to the call of Pravashda and Sasthida. They have decided they will engage themselves voluntarily in the walk for planting nursery grown saplings on the river bank adjacent to their village and protect it. As per this initiative mangrove saplings are being planted on the riverbank of Narayantala village. Twenty-two women and four men of the village have joined hands in this work. They have decided that they will be continuing the plantation on the river bank for four days. Though the endeavour is tiny, let it be extended in the every corner of Sundarban. Let it lead to a community conservation movement for mangroves which will, in turn, protect the ecosystem of #Sundarban ushering in a safe future for it.) #YaasCyclone #mangroveforest