CLM Session

10 - Aug - 2022

জলের আরেক নাম জীবন । কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভূগর্ভস্থ জলের যথেচ্ছ ও অপরিকল্পিত ব্যবহারের ফলস্বরূপ জলের ভান্ডার আজ শূন্য হতে বসেছে। সুন্দরবন ও এই অবস্থার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই সুন্দরবনের বেশ কিছু জায়গায় ভূগর্ভস্থ পানীয় জলের অভাব দেখা দিয়েছে । বর্তমানে এই জলসংকটের কথা মাথায় রেখে জলকে কেন্দ্র করে মানুষের মধ্যে সচেতনতা ও সতর্কবার্তা পৌঁছে দিতে সাগরের মৃত্যুঞ্জয় নগরের ফ্লাড সেন্টারে আজকে সুন্দরবনের জলবায়ু শিক্ষা কার্যক্রমের অধীন একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে জলের সদ্ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাপনার চেতনা সঠিক ভাবে সুন্দরবন তথা সাগরদ্বীপের আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই একমাত্র অঙ্গীকার। সাগরদ্বীপের শামুকখোল ,বাজ ,পানকৌড়ি, দোয়েল, ময়ূর , ডাহুক, মোট ৬টি ইকো ক্লাবের ৬০ জন সদস্য আজকের জলবায়ু শিক্ষার প্রশিক্ষণে অংশগ্রহন করে । এই শিবিরে শ্রী কুনাল দেব , কমল মল্লিক ও আরিফা নাহিদ যোগদান করেন। ইকো ক্লাবের সদস্যদের বিভিন্ন অনুশীলনের মাধ্যমে হাতে -কলমে ব্যবহারিক প্রয়োগ দেখিয়ে তাদের জলের বিভিন্ন উপাদান , বৃষ্টির জলের সংরক্ষণের নানা পদ্ধতি ইত্যাদি বিষয় গুলি সম্পর্কে আলোকপাত করানো হয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী প্রজন্মের জল সংরক্ষণ নিয়ে এই ভাবনা চিন্তা ও সর্বোপরি এই উদ্যোগ সত্যিই অর্থবহ এবং ভবিষ্যতে তা ফলপ্রসূ হবে বলে আশা করা যায়। #WaterConservation #ClimateEducation #EcoClub #terredeshommes #Youth #RainwaterConservation