ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামাঙ্কিত সুন্দরবন আজ জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের বিপর্যয়ের সম্মুখীন। প্রত্যেক বছর আকাশ বন্যা, বজ্রপাত, খরা, বাঁধভাঙা, সাইক্লোন ইত্যাদির প্রভাবে বহু ক্ষয়ক্ষতির নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের যাবতীয় দূষণ এর ফলাফল স্বরূপ এই বিপর্যয় ও এই ক্ষয়ক্ষতির হিসেব দিনের পর দিন বেড়েই চলেছে ও এরূপ আশা করা যায় প্রকৃতির এই বিদ্রুপ পরিহাস বাড়তেই থাকবে, প্রকৃতির সাথে মোকাবেলা করার সাধ্য আমাদের নেই। কিন্তু বিপর্যয়ের প্রস্তুতি ও মোকাবিলার বিভিন্ন উপায় আমরা সুন্দরবন ও সুন্দরবনবাসীর সুরক্ষার উদ্দেশ্যে তাদের সচেতন করতে পারি। এই উদ্দেশ্যেই আজ ২৪ শে জুলাই ২০২২ তারিখে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা পঞ্চায়েতের চারটি ইকো ক্লাবের( যথা কেওড়া ধুধুর সুন্দরী ও গর্জন) সদস্যদের নিয়ে টেরা ডেস হোমস্ ও নিউজের সহায়তায় একটি জলবায়ু শিক্ষা প্রদানের সভা আয়োজন করা হয়েছিল ।এই সভার পরিচালনা করেন দেবজ্যোতি চক্রবর্তী মহাশয়। তিনি প্রত্যেক সদস্যদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বিপর্যয়ের প্রস্তুতি পর্বে সর্তকতা জারি ,জরুরী নাম্বার গুলো গুছিয়ে রাখা, হেল্পলাইন নম্বর প্রচার করা, বাইরে না বেরোনো,নদী ও সমুদ্রের মাছ ধরতে যাওয়া বাধা দেওয়া প্রভৃতি ও বিপর্যয়ের মোকাবিলার ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সদস্যদের সচেতন করেন । বিপর্যয়ের পূর্বে কি কি করণীয় সে বিষয়ে ছোট ছোট নাটক ইগো ক্লাবের সদস্যরা তৎক্ষণাৎ ভেবেই তা প্রদর্শন করে। পরিশেষে, আসন্ন যে কোন বিপর্যয়ের সুন্দরবনের এই ভবিষ্যত প্রজন্ম কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবে সর্বোপরি সুন্দরবনকে বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে এই আশা রাখি। #EcoClub #Sundarban #YoungLeaders #TerreDesHommes #ClimateEducation #CoastalResilience #bethechange