Prevention of early marriage by eco-club members

22 - Jul - 2022

“ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা” কুমিরমারীতে প্রথম যেদিন ইকো ক্লাব তৈরী হয়েছিল সেদিন অনেকগুলো মুখ এসে জড়ো হয়েছিল‌। চোখে ভয় আর কৌতূহল মাখা। ভয়। অজানার মুখোমুখি হওয়ার। কৌতূহল। অজানাকে জানার। সময়ের সাথে সাথে সেই ভয় গিয়েছে হারিয়ে। তার জায়গায় এসে জড়ো হয়েছে অঙ্গীকার। তৈরী হয়েছে বন্ধুত্ব। অনেকগুলো হাত মিলেছে এক ছাতার তলায়। আর কিছু হাত দায়িত্ব নিয়েছে সেই ছাতাকে শক্ত করে ধরে রাখার। নেতৃত্ব দেওয়ার। সেই সাহসে ভর করেই কুমিরমারী ইকো ক্লাবের সদস্যরা কুমিরমারী হাইস্কুলের কন‍্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে এক নাবালিকার বিয়ে রুখে দিল। আর এই কাজে অগ্ৰণী ভূমিকা নিল তিতলি ইকোক্লাবের পল্লবী সরকার এবং গুলাব ইকোক্লাবের তানিয়া গায়েন। নবীন প্রজন্ম নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে এর চেয়ে বড় আনন্দের ব‍্যাপার আর কিইবা হতে পারে! কুমিরমারীর নবীন প্রজন্মের এই উদ‍্যোগকে নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটির(নিউজ) পক্ষ থেকে কুর্নিশ। #Kumirmari #EcoClub #Sundarban #YoungLeaders #TerreDesHommes #bethechange