On the Auspicious #Raksha Bandhan day, when sisters tie strings of blessings and good wishes around their brother’s hands, community members in #Sundarban tied Rakhi around mangroves, as the mangroves protect them from natural disasters. #RakshaBandhan #Sundarbans #mangroveforest (রাখীবন্ধন উৎসবের এই শুভদিনে বোনেরা ভাইয়ের মঙ্গলকামনায় তাদের হাতে রাখী বাঁধেন। ম্যানগ্ৰোভ উদ্ভিদ সুন্দরবনের রক্ষাকবচ হয়ে সমস্ত রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবনকে রক্ষা করে। তাই এই শুভদিনে সুন্দরবনের সাধারণ মানুষ ম্যানগ্ৰোভ গাছের গায়ে রাখী বেঁধে রাখীবন্ধন উৎসব পালন করলেন।)