পারবেন আপনারাও। নিজের চোখে উপলব্ধি করতে পারবেন সুন্দরবনের জনজীবন। শহরের ভীড় থেকে বেরিয়ে এসে এক গ্রাম্য স্নিগ্ধ পরিবেশে বিশুদ্ধ বাতাসের সাথে পাবেন সুস্বাদু কিন্তু জৈব পদ্ধতিতে উৎপাদিত উপকরণে তৈরী খাবারের স্বাদ। চাষের জমি থেকে আপনি নিজেই বেছে নিতে পারেন সবজি অথবা পুকুর থেকে ছিপ ফেলে মাছ, তার জন্য সব সহযোগিতাই আপনি পাবেন আমাদের কৃষকদের থেকে। আর স্থানীয় মানুষের আন্তরিকতার কোনো ধারণাই সম্ভবত শব্দে বোঝানো সম্ভব না, সেটার উপলব্ধি আপনাকে নিজেকে গিয়েই করতে হবে। এ তো গেলো খাওয়া দাওয়া আর থাকার কথা, তার সাথে আপনার সুন্দরবন ঘোরার স্বাদে আমরা কোনো ঘাটতি হতে দেবো না। সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল , নদী, সমুদ্র,নৌকো, কুমির, পাখি, মাছ সর্বোপরি সুন্দরবনের ইতিহাস এবং ঐতিহ্য কোনোটাই বাদ যাবে না আপনার। আপনি ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে হেঁটে যেতে পারবেন মৃদ্ঙ্গভাঙা নদীর ঘাটে, নৌকা পেরিয়ে যাবেন প্রাচীন ঐতিহ্যবাহী বিশালাক্ষী দেবীর দর্শনে, উপলব্ধি করতে পারবেন পাখির জঙ্গলের মাথার ওপর দিয়ে সূর্যাস্তের নান্দনিক সৌন্দর্য, সমুদ্র স্নান সেরে কিছুটা অলস সময় কাটিয়ে নিতে পারেন সমুদ্রতটের ঝাউবনের পাশ দিয়ে পায়ে পায়ে এগিয়ে গিয়ে। কিছুটা এগিয়ে দেখেই আসতে পারেন স্থানীয় মহিলাদের দ্বারা পরিচালিত ম্যানগ্রোভের নার্সারি, তাঁদের চেষ্টা, কিভাবে সুন্দরবনকে বাঁচিয়ে রাখা যায়। যতটা সম্ভব লিখলাম আবার অনেক কিছু লিখলামও না, কারণ সম্পূর্ণটা উপভোগ বা উপলব্ধি কেবল সরাসরি এসেই সম্ভব। কলকাতা সংলগ্ন মানুষরা কিন্তু খুব সহজেই আসতে পারেন, সপ্তাহ অন্তে আসার জন্য একদম যথাযথ যাকে বলে। সবার সুবিধার্থে আমরা একটাকে প্যাকেজ পদ্ধতিতেই রেখেছি। আমাদের সবকটি ফার্ম অথবা হোম স্টেটে পর্যটকদের স্বার্থে আমরা কমবেশি আধুনিক মানের পরিকাঠামোর ব্যবস্থাপনা করেছি। চেষ্টা করেছি যাতে আপনাদের কোনোরকম অসুবিধা না হয়। এই সমস্ত উদ্যোগ ও তার ব্যবস্থাপনার পরিকল্পনা এবং বাস্তবায়নে অন্যতম ভূমিকা গ্রহন করছি আমরা, বাদবন হার্ভেস্ট এবং নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি (NEWS)। বাদাবন হার্ভেস্ট বিগত ৪ বছর ধরে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবন এবং জীবিকার সুস্থিতিসম্পন্ন উন্নতির জন্য কাজ করে চলেছে। নেচার এনভিরনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি তারও প্রায় ২০ বছর আগে থেকে সুন্দরবন সংরক্ষণের কাজে নিয়োজিত আছে। আমাদের যৌথ উদ্যোগে আমরা কলকাতা ও কলকাতা সংলগ্ন মানুষের জন্য জৈব পদ্ধতিতে প্রস্তুত করা বিষ মুক্ত খাদ্য সামগ্রী সরোবরাহ করে আসছি। ইউনাইটেড নেশাসসের সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলস (SDG)-এর গোল ৮ (Decent work and economic growth), ৯ (Industry, innovation and infrastructure), ১২ (Responsible consumption and production), ১৫ (Life on land ) এবং গোল ১৭ (Partnerships for the goals) কে মান্যতা দিয়ে সুন্দরবনে এক অন্যরকম পর্যটনের দিশা খোলা আমাদের উদ্দেশ্য। আমাদের বিশ্বাস আপনাদের সহযোগিতায় পর্যটনের এক পরিবেশ বান্ধব মাধ্যমকে সবার সামনে উদাহরণ হিসাবে তুনে ধরতে পারব। সব শেষে বলতে পারি, এই প্রচেষ্টা কিন্তু ব্যবসার স্বার্থে না, সুন্দরবনের স্বার্থে, সুন্দরবনের মানুষের জন্য। মানুষের জন্য প্রকৃতিকে বাঁচাতে, মানুষকে প্রকৃতির কাছাকাছি আনা। আসল সুন্দরবনকে মানুষের কাছে, আপনার কাছে তুলে ধরা। আমরা তৈরী, এখন কেবল আপনার অপেক্ষা…. বুকিং এবং ট্যুর সম্বন্ধিত তথ্য বিশদে জানতে যোগাযোগ করুন – 7439743025 খরচ কেমন? – ২ দিন ও ১ রাত্রির প্যাকেজর জন্য মাথা পিছু ৩৯৯৯ টাকা (কম পক্ষে ২ জন এবং সর্বাধিক ৬ জন) – ৩ দিন ও ২ রাত্রির প্যাকেজের জন্য মাথা পিছু ৫৯৯৯ টাকা (কম পক্ষে ২ জন এবং সর্বাধিক ৬ জন) ( থাকা, খাওয়া, ঘোরা সব এরই মধ্যে) ২ জনের অধিক গ্রুপের ক্ষেত্রে বিশেষ ছাড়ের সুযোগ থাকছে। এবং শুধুমাত্র নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য আরো ১০ শতাংশ ছাড় থাকছে সমস্ত প্যাকেজের অপর। যোগাযোগ করুন -7439743025
x