ধরিত্রীর সৃষ্টির পর প্রথম জন্ম নিয়েছিল উদ্ভিদকুল। তারপর প্রাণীজগৎ । এই তালিকায় সর্বশেষ সংযোজন মানুষ। মানুষ তার মস্তিষ্কের জোরে ক্রমশ পৌঁছে গেছে উন্নতির শিখরে। নিজের অগ্ৰগতির পথ প্রশস্ত করতে সে ক্রমাগত শোষণ করেছে ধরিত্রীকে, বঞ্চনা করেছে অন্য জীবকুলকে । সে ভুলে গেছে নিজের শিকড়কে। আর এভাবেই আজ সে এসে দাঁড়িয়েছে অনিবার্য ধ্বংসের মুখে। এই ধ্বংস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় উদ্ভিদ ও অন্যান্য প্রাণীকুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মানুষের মতো এই পৃথিবীতে যে তাদেরও অধিকার রয়েছে তার স্বীকৃতি দেওয়া। কিন্তু আমরা কজন মনে রাখি এই কথা? এবছর বসুন্ধরা দিবসের বিষয় ভাবনা ছিল তাই এইরকমই। ধরিত্রীর প্রাকৃতিক সম্পদের পুনরুদ্ধার করাই ছিল এবছরের বিষয়। তার সাথে সাযুজ্য রেখে ২২শে এপ্রিল বসুন্ধরা দিবসে সুন্দরবনের কুমিরমারী গ্ৰামে আয়োজন করা হয়েছিল একটি bird watching campএর। ক্যাম্পটির আয়োজন করেছিল Nature Environment & Wildlife Society (NEWS)। মোট ৩৮ জন ছাত্রছাত্রী এতে অংশগ্ৰহণ করেছিল। সকাল ৬.৩০ টা নাগাদ নিউজের কুমিরমারী অফিস থেকে যাত্রা শুরু হয়। ছেলেমেয়েরা সাইকেল ও ভ্যানে করে পৌঁছে যায় মিশনপাড়া এলাকায়। সেখানে নগেন্দ্রনাথ হাইস্কুল সংলগ্ন মাঠ থেকে শুরু হয় bird watching. বাইনোকুলার দিয়ে দেখে পাখি চিহ্নিত করে ছেলেমেয়েরা সেগুলি তাদের সঙ্গে রাখা bird watching data sheet এ নথিভুক্ত করে।ঘুঘু, পায়রা, টিয়া, কাঠশালিক, গোশালিক, দুর্গা টুনটুনি, দোয়েল, মাছরাঙা, ফিঙে, দুধরাজ, হাঁড়িচাচা প্রভৃতি পাখি দেখে তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রতিদিনের ভীষণ পরিচিত পাখিগুলোকেও দূরবীনের সাহায্যে অনেক কাছ থেকে দেখতে পেয়ে এবং তাদের সম্মন্ধে অনেক খুঁটিনাটি বিষয় জানতে পেরে ছাত্রছাত্রীরা অত্যন্ত উত্তেজিত হয়েছিল। বেলা ৯টা অবধি এই camp চলে।এরপর তাদের অফিসে ফিরিয়ে নিয়ে আসা হয়। তারপর অফিস সংলগ্ন পিছনের ফলের বাগানে একটি আমগাছে কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়। পশুপাখি আমাদের প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত এবং পৃথিবীতে এদের যথাযোগ্য বাসস্থান করে তোলা যে আমাদের কর্তব্য –এই বোধ ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তোলাই ছিল এ বছরের বসুন্ধরা দিবস উদযাপনের উদ্দেশ্য। ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখে মনে একচিলতে আশা জাগে যে পুনরুদ্ধারের এই কর্মকাণ্ড শুধুমাত্র একটি নির্দিষ্ট দিন বা তারিখের গন্ডিতে আবদ্ধ হয়ে থাকবে না। (The plants were born first after the creation of the earth, then the animals. The latest addition to this list was humans. Man had reached the pinnacle of progress with the power of his brain. To pave the way for his progress, he had exploited the earth and deprived the animals. Plants, indeed, all other organisms that lived on this earth. He had forgotten his roots, and so, today he has come to stand in the face of Nature’s fury, his own inevitable destruction. The only way to escape this catastrophe is to extend a helping hand to plants and animals, acknowledging that they have the same rights in this world as human beings. But how many of us remember this? The Earth Day urges us to remember our roots and work towards it. This year, the theme of the Earth Day was to restore the earth’s natural resources. A bird-watching camp, aimed at building awareness among the children about our avian friends, was organized on 22nd April, on the occasion of the ‘Earth Day’, at Kumirmari village in Sundarban. The camp was organized by Nature Environment and Wildlife Society (NEWS). A total of 38 students participated in it. The journey started from the Kumirmari office of News at 6.30 am. The children reached the Missionpara area by bicycle and van. There, bird watching was organized in the field, adjacent to Nagendranath High School. The children identified the birds by watching them through binoculars and recorded them in the bird-watching datasheet which they carried with them. Their enthusiasm was palpable when they saw birds like doves, pigeons, parakeets, woodpeckers, mynahs, purple sunbirds, oriental magpies, kingfishers, finches, rufous treepie, and more such. The students were enthralled to be able to see the colourful birds from close through binoculars and to learn about them in detail. The camp lasted till 9 pm. Then they were brought back to the office. Artificial bird nests were then placed in a mango orchard, adjacent to the office. Animals, birds,reptiles are our friends and are the natural resources that form a very important part of our ecology & environment and we must ensure that the world remains a suitable habitat for them- this feeling was infused among the students as they celebrated Earth Day this year. The enthusiasm of the participants gives us hope .That the concern for our Nature would no longer be limited only to these special days in the calendar. #EarthDay2021 #birdphotography #birdlovers #birdwatching #Sundarban #school #camping #naturephotography #nature
x